সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগরে  মোটরসাইকেল চাপায় হতাহত-২


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ /
সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগরে  মোটরসাইকেল চাপায় হতাহত-২
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কালিগঞ্জের কৃষ্ণনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাহাদুর আলী গাজী (৬৮) পথচারী নিহত এবং আরিফ বিল্লাহ নামে (১৫ ) এক মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুন) বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটের দিকে ইউনিয়নের কালিকাপুর গ্রামের ডাক্তার অলিউল্লাহর অটো রাইস মিলের সামনে। নিহত বাহাদুর আলী গাজী কালিকাপুর গ্রামের মৃত জনাব আলী গাজীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক কৃষ্ণনগর ইউপির রঘুনাথপুর গ্রামের আলতাফ মোল্লার পুত্র আরিফ বিল্লাহ অতিরিক্ত তিন জনকে নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল। বাহাদুর আলী গাজী রাস্তা পার হতে যাওয়ায় তাকে মোটর সাইকেল ধাক্কা দিলে সে পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। শুক্রবার জুমার নামাজের পরে নিহত বাহাদুর আলীর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ দিকে মোটর সাইকেল চালক কে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
%d bloggers like this: