‘ওভারটার্ন’ গ্রিস আদালতের, ট্যাংকারসহ সব তেল ইরানকে ফেরতের নির্দেশ


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৬:১২ অপরাহ্ণ /
‘ওভারটার্ন’ গ্রিস আদালতের, ট্যাংকারসহ সব তেল ইরানকে ফেরতের নির্দেশ

ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেয়ার পাশাপাশি সব তেল ইরানকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন গ্রিসের একটি উচ্চতর আদালত। গত মাসের শেষ দিকে মার্কিন চাপের মুখে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করে এথেন্স। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে ইরানের জাহাজটি আটক এবং জাহাজের তেল আমেরিকার কাছে হস্তান্তরের আদেশ দেয় গ্রিসের একটি আদালত। বুধবার আদালতের ওই আদেশ বাতিল করে জাহাজ এবং সমস্ত তেল ইরানের কাছে ফেরত দেয়ার নতুন আদেশ দিয়েছে দেশটির আপিল আদালত।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আপিল আদালত যে আদেশ দিয়েছে তা পাল্টানো সহজ হবে না। ফলে গ্রিস সরকার ইরানের কাছে এই তেল ফেরত দিতে বাধ্য হবে।

গ্রিসের আদালতের আদেশের পর তার বিরুদ্ধে এথেন্স সরকার কিংবা আমেরিকা কোনো চ্যালেঞ্জ জানাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ইরানি জাহাজ আটকের ঘটনার সঙ্গে গ্রিসের সরকার জড়িত নয়। আদালত এখন জাহাজটির ছেড়ে দেয়ার জন্য আদেশ দিয়েছে।

এথেন্সে ইরানের দূতাবাস নিশ্চিত করেছে যে, “ঘটনার বিস্তারিত তদন্ত শেষে ইরানের জাহাজটি ছেড়ে দেয়ার জন্য গ্রিসের আপিল আদালত আদেশ দিয়েছে। এখন আল্লাহর রহমতে তেলের পুরো চালান ইরানের কাছে ফেরত দেয়া হবে।”

ইরানের দূতাবাস জোর দিয়ে বলেছে, জনগণের অধিকার হচ্ছে ইরানের সরকারের কাছে ‘রেড লাইন’।

গত মাসের শেষ দিকে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। আমেরিকার নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পর পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

সূত্র: রয়টার্স

%d bloggers like this: