বেনাপোল চেকপোস্টে সোনার চেন ছিনতাইকারী আটক


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ৭:৫৮ পূর্বাহ্ণ /
বেনাপোল চেকপোস্টে সোনার চেন ছিনতাইকারী আটক

মেহরাব হোসেন মিঠু বেনাপোল :
বেনাপোল চেকপোষ্ট থেকে পৃথক অভিযানে একজন সোনার চেইন ছিনতাইকারী আটক ও অপরজন এর নিকট থেকে ৫৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ভারত থেকে আসা একজন পাসপোর্ট যাত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা ধরে রাহুল হোসেন (২৮)নামে একজন ছিনতাই কারীকে পুলিশের কাছে সপোর্দ করে।

অপরদিকে আজিজুর রহমান নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার টাকা উদ্ধার করেছে জাতিয় গোয়েন্দা সংস্থার সদস্য ও বেনাপোল ইমিগ্রেশন ওসি।

আটককৃত ছিনতাইকারী বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আব্দুল রহমান এর ছেলে। টাকা ছিনতাইকারী আটক না হলেও টাকা উদ্ধার হয়েছে চেকপোষ্টের সাগির এন্টারপ্রাইজের সত্বাধীকারী জাহাঙ্গীর আলম এর নিকট থেকে।

ভারতীয় পাসপোর্টযাত্রী সপ্না অধিকারী ( পাসপোর্ট নং ইউ ৫০৬৯১০৪) বলেন, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বাহিরে এসে গাড়ির জন্য অপেক্ষা করার সময় আকস্মিক ভাবে তার গলা থেকে সোনার একটি চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলয়াছ হোসেন বলেন, আজিজুর নামে একজন পাসপোর্টযাত্রীর থেকে প্রতারণা মুলক ৫৫ হাজার টাকা ছিনিয়ে টাকা উদ্ধার হলেও ওই প্রতারককে আটক করা যায়নি। বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, আটককৃত ছিনতাইকারীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

%d bloggers like this: