বেনাপোলে গ্রীন লাইন পরিবহন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ৮:২০ অপরাহ্ণ /
বেনাপোলে গ্রীন লাইন পরিবহন থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

মেহরাব হোসেন মিঠু যশোরের বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিছ ছোট বড় স্বর্ণর বার উদ্ধার করা হয়। এটা ওজন করে মুল্য জানানো হবে প্রেস ব্রিফিং এর মাধ্যেমে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই তৌফিক বলেন, বিজিবি ১০ পিছ স্বর্ণ উদ্ধার করেছে এবং থানাকে অবহিত করার পর আমরা গাড়িটির রেকর্ড রাখছি।

 

%d bloggers like this: