ভারতে পাচার হওয়া নারী, ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ৮:১১ অপরাহ্ণ /
ভারতে পাচার হওয়া নারী, ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো

আঃজলিলঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি নারী  ট্রাভেল পারমিটে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারী হলেন,বি,বাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল মালেকের মেয়ে কল্পনা বেগম (৩৪)।

জানা যায়, দেশের সীমান্ত পথে দেড় বছর আগে ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। পরে তার ঠাই হয় ভারতীয় মানবাধিকার সংস্থ্যায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে সে দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহম্মেদ জানান,  পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারী বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

এদিকে ফেরত আসা বাংলাদেশি নারী যদি পাচারকারীকে সনাক্ত করতে পারে তাহলে আইনী সহয়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নারী গ্রহনকারী মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন।

%d bloggers like this: