দলিত নারীকে ধর্ষণের অভিযোগ সোনিয়ার পিএসের বিরুদ্ধে


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৮, ২০২২, ৭:১৯ পূর্বাহ্ণ /
দলিত নারীকে ধর্ষণের অভিযোগ সোনিয়ার পিএসের বিরুদ্ধে

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে এক দলিত নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জি২৪ঘণ্টা।

অভিযোগকারিণীর দাবি, চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছেন সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবন।

সূত্রের খবর, মহিলাটি দলিত। তার স্বামী দিল্লির কংগ্রেস অফিসে কাজ করতেন। ২০২০ সালে তার মৃত্যু হয়।

অভিযোগে বলা হয়েছে, স্বামীর মৃত্যুর পর ওই মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন পিপি মাধবন।

এদিকে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ-প্রণোদিত বলে দাবি করেছে সোনিয়ার দল কংগ্রেস।

কংগ্রেসের দাবি, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপর রাহুল গান্ধী। ‘অগ্নিবীর প্রকল্পের’ বিরোধিতায় সরব এখন কংগ্রেস নেতৃত্ব। রোববার ত্রিপুরা উপনির্বাচনে একটি আসনেও জয় পেয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। কংগ্রেসের দাবি, এসব কারণেই বিজেপি তাদের ভয় দেখাতে চাইছে।

সূত্র : জি ২৪ ঘণ্টা

%d bloggers like this: