মস্কোর অভিযোগ ‘রাশিয়ার প্রভাব ঠেকাতে তৎপর ন্যাটো’


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ৬:২২ অপরাহ্ণ /
মস্কোর অভিযোগ ‘রাশিয়ার প্রভাব ঠেকাতে তৎপর ন্যাটো’

স্পেনের রাজধানী মাদ্রিদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নেতারা মিলিত হয়েছেন। তিনব্যাপী সম্মেলনের আজ শেষ দিনে রাশিয়াকে মোকাবিলায় নতুন কর্মপন্থা প্রকাশ করতে পারে ন্যাটোজোট।

পশ্চিমা সামরিক জোটের এই সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ন্যাটো চায় রাশিয়ার প্রভাব ঠেকিয়ে রাখতে যার প্রমাণ মাদ্রিদ সম্মেলন। বিদ্যমান পরিবেশ অস্থিতিশীল করতে সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি রাশিয়ার।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্জেই রিয়াবকভ আরও বলেন, ন্যাটো জোট যে রাশিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় মাদ্রিদের সম্মেলনে সেটা স্পষ্ট। ন্যাটোর সম্প্রসারণ আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।

%d bloggers like this: