মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে গুলি, হতাহত-৬৬


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ৬:১১ পূর্বাহ্ণ /
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে গুলি, হতাহত-৬৬

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা হয়েছে। আততায়ীর গুলিতে সেখানে নিহত হয়েছে ৯ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

শিকাগোর পুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিনজনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যারা আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

%d bloggers like this: