মাহমুদ আব্বাসের সাথে বাইডেন বৈঠক করাতে ফিলিস্তিনিদের বিক্ষোভ!


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২২, ৮:৩৬ পূর্বাহ্ণ /
মাহমুদ আব্বাসের সাথে বাইডেন বৈঠক করাতে ফিলিস্তিনিদের বিক্ষোভ!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করেছেন। এদিকে, বাইডেনের ফিলিস্তিনি ভূখণ্ডে সফরের প্রতিবাদে বহু মানুষ বিক্ষোভ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এটি হচ্ছে বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফর। বৈঠকে দুই পক্ষ অর্থনৈতিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন তবে এই বৈঠকে কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কোনো যুগান্তকারী ঘটনা ঘটছে না।

প্রেসিডেন্ট বাইডেন ইসরাইল সফর শেষে ফিলিস্তিনে যান এবং এরপর তিনি সৌদি আরব যান। সেখানে বাইডেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করবেন।

এর আগে বাইডেন অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং ওই এলাকার মেডিক্যাল ইনস্টিটিউশনের জন্য দশ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেন।

এদিকে, অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ফিলিস্তিনের বহু মানুষ বিক্ষোভ করেন। এ সময় ফিলিস্তিনিরা তাদের জাতীয় পতাকা ও কালো ব্যানার বহন করেন। এর মধ্য দিয়ে তারা ফিলিস্তিনি জনগণের জীবনের মূল্যের কথা স্মরণ করিয়ে দেন।

%d bloggers like this: