ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


shohel rana প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ২:৩৮ অপরাহ্ণ /
ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০শে জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টিতে জমে থাকা খানার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর সামনে খানায় তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শার্শার বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এদিকে শিশু সুমাইয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

%d bloggers like this: