আঃজলিলঃ শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৭ আগষ্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন পারভেজের নেতৃত্বে শার্শা থানার গোড়পাড়া কলোনি পাড়ায় আসামীর নিজ বসত বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নারী হলেন শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের হযরত আলী শিকদারের স্ত্রী সুমি আক্তার (৪৫)।
চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী আকারে মাদক ব্যবসায়ে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর তাকে জেলখানায় হস্তান্তর করেছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর তার স্বামী সহ ৩ জনকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :