ঝিকরগাছায় রংধনু তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
Sarsa Barta
প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ণ /
০

দাউদ হোসেনঃ “মানবতার কল্যাণে গড়ি শান্তির মহাকাল”এই প্রতিপাদ্য কে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন রংধনু তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন শিক্ষা উপকরণ ও দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বায়সা নতুন বাজার রংধনু স্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংধনু প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ- সভাপতি খোরশেদ আলম রিপন ও সাধারণ সম্পাদক শাহীন রেজা এবং সার্বিক তত্ত্বাবধানে বোর্ড অব ডাইরেক্টর শুকুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জি, এম, এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, বায়সা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বুলি,শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুজ্জামান বাবু,বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,স্বপ্নছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক রোভার রাজিব, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, রংধনু উপদেষ্টা শুকুর আলী ও ফিরোজ আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংধনু উপদেষ্টা মোস্তাফিজুর রহমান,রংধনু ব্লাড ব্যাংকের পরিচালনা আর, আই সোহান সাংগঠনিক আকাশ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক কাবিল আহম্মেদ, সহ- সাংগঠনিক মেহেদী ও রাহুল, কার্য নির্বাহী সদস্য সিয়াম হোসেন, সিহাব হোসেন।অনুষ্ঠান শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পরে আজিবন দাতা সদস্য ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় আগত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং একই সাথে আল কোরআন শিক্ষা উপকরণ ও দুঃস্থ- অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :