প্রাচ্যসংঘের দশক পূর্তি অনুষ্ঠান শেষ হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চললো অনুষ্ঠান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা থেকে আগত কথাসাহিত্যিক সেলিম মোরশেদ, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, কথাসাহিত্যিক খালেক মল্লিক, কবি অনিকেত শামীম এবং কবি ও গবেষক বেনজীন খান।
যশোরের চৌগাছা, শার্শা, বেনাপোল, কেশবপুর, পাঁজিয়া, ঝিকরগাছা, বাকঁড়া, অভয়নগর, মণিরামপুর, কোটচাঁদপুর সহ যশোর সদরের কবি সাহিত্যিকবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে ছিলেন: সর্বকবি খসরু পারভেজ, কাজী মাজেদ নওয়াজ, নান্নু মাহবুব, কাসেদুজ্জামান সেলিম, মোস্তফা মাহবুবুল হক, শামসুল হক, বকুল হক, রকি মাহমুদ, শেখ মাফিজুল ইসলাম, সালাম গফফার ছন্দ, এম হাসান মাহমুদ, মুহাম্মদ আবুল কালাম আজাদ, চঞ্চল শাহরিয়ার, তহীদ মণি, এম এম নজরুল ইসলাম, সরদার লতিফ, এমজি মহসীন, রিয়াজ লিটন, আলতাপ হোসেন, আবু রায়হান, আবু রাসেল, আবু জার, এম মনির, এম এ রহিম, ফারুখ আহমেদ, রেবেকা টপি, আব্দুল জলিল, নাসরিন সুলতানা, সেলিম আল দীন, মুন্সী সাগর, কবিরুল ইসলাম, খলিলুর রহমান জুয়েল, মুজিবুর রহমান, রাশেদা আক্তার লিলি, সৈয়দ ফাহিম রাফিদ, বাগবুল মাহবুব , মোহন খান , তৃষা চামেলী, তোজাম্মেল হক, গাজী শহিদুল ইসলাম , আশরাফুল হাসান বিপ্লব, গোলাম মোস্তফা মুন্না, এসকে দাশ, শাহিদুজ্জামান মিলন, এম এন এস তুর্কী, রেজা মন্ডল, সানজিদা ফেরদৌস প্রমুখ।
আবৃত্তি করেন: কামরুজ্জামান, আনিসুর রহমান, আকিব শাওন। শুরুতেই প্রাচ্যসংঘ পরিচিতি তুলে ধরেন আহসান কবীর বাবু। ভিডিও , ক্যামেরা, সাউন্ডে ছিলেন: সাইফুল ইসলাম সজল, সৈয়দ ফাহিম রাফিদ ও মনোয়ার হোসেন মুন।
অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন যথাক্রমে নিত্যানন্দ পাল ও কবি শাহিদুর রহমান। পর্ব দুটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে: খবির উদ্দিন সুইট ও কবি সেলিম রেজা সেলিম। অনুষ্ঠানটি সফল করার জন্য প্রত্যেকের প্রতি রইল গভীর ভালোবাসা।
আপনার মতামত লিখুন :