সাতক্ষীরার কালিগঞ্জ থানার নতুন ওসি মামুন রহমানের যোগদান
Sarsa Barta
প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৩, ৮:৪৪ পূর্বাহ্ণ /
০
মোঃ নুরুল আমিন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মামুন রহমান। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ওসি হালিমুর রহমান বাবুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত ওসি।
মামুন রহমান যশোর জেলা থেকে সাতক্ষীরা জেলা পুলিশে যোগদান করেন। এর আগে মামুন রহমান বাংলাদেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি ঝিনাইদাহ জেলার সদর থানায়।
কালিগঞ্জ থানার সাবেক ওসি হালিমুর রহমান বাবুকে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশের পক্ষ থেকে ওসি হালিমুর রহমান বাবুকে বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মামুন রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :