বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ
shohel rana
প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ /
০
টিটু মিলনঃ ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী দৌলতপুর থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি স্বর্ণের একটি চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণেরার জব্দ করা হয়েছে।ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায়।
উল্লেখ্য, প্রশাসনের কঠোর নজরদারির পরও কোন ভাবে স্বর্ণ পাচার আটকানা যাচ্ছে না।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :