মনিরুজ্জামান মনির
অচল সিকি বাঁচাল বেশি
উড়ে এসে জুড়ে বসে
”গাঁ’য় মানেনা আপনে মোড়ল”
তালপুকুর তার ডোবেনা ঘটি।
পাটেরবিবি জিন্দুবালা
তাসের গোলাম,সাহেব,টিক্কা
চওড়া করে বুকের ছাতি
গৃহবন্দী পালিত কুত্তা।
কালের কাজে অকাল হারা
তন্ত্রে মন্ত্রে পাগলপারা
জিহাদ করে দিনের পথে
ছেড়ে দিয়ে নামাজ রোজা।
কালোজাদুর ছড়াছড়ি একঘেয়েমি
উঠোন জুড়ে ঘরের কোণে বোতল-ব্যাটারি
নিজেও খানিক অলৌকিক
রাত্রিযাপন পরীর নীড়।
বিজ্ঞানের যুগে এও মানতে হবে
এরাও গ্রন্থগত নির্বোধ লটুয়া
অবিচ্ছেদ্য সুখের সন্ধানে
নিজের অজ্ঞতা সম্পর্কে অজ্ঞতা।
আপনার মতামত লিখুন :