কাব্যের তেরো ঘর (কবিতা)
Sarsa Barta
প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ /
০
কাব্যের তেরো ঘর
মনিরুজ্জামান মনির
তোমার কুঁকড়া চুল কব্য রসে ভাসে
ঐদুটি চোখে আগামির সম্ভাবনা হাসে
আমি আজি গাহি তব সেই গুনগান
মহাকবি সর্বশ্রেষ্ট কৃতিত্ব তোমার
সৃষ্টি সুখের উল্লাসে মেঘনাদবধ
কৃষ্ণকুমারীর চোখে স্বপ্নরা লুকায়।
ফুলঝরে অবেলায় পদ্মবতীর পায়
বীরাঙ্গনা কাব্য লেখে অশ্রুতে ভিঁজায়
একেই কি বলে সভ্যতা তোমারা যা ভাবো
নবমানবতাবোধের নবজাগ্রত।
মহাকাব্যচিত তোমার রোমাঞ্চকর
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ মায়াকানন
দ্য ক্যপটিভ লেডি তিলোত্তমা সম্ভার
শর্মিষ্ঠা ব্রজঙ্গনা কাব্য হেক্ট্রর বধ।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :