পূর্ব জেরুসালেমে সিনাগগে ইসরাইলের গুলিতে নিহত ৭


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৮, ২০২৩, ৮:১৬ পূর্বাহ্ণ /
পূর্ব জেরুসালেমে সিনাগগে ইসরাইলের গুলিতে নিহত ৭

অধিকৃত পূর্ব জেরুসালেমে একটি ইসরাইলি বসতিতে অবস্থিত একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে গুলিতে অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এ ঘটনা ঘটেছেঠ ম্যাগান ডেভিড অ্যাডম ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, তারা আহত ১০ ব্যক্তির চিকিৎসা করছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

আল জাজিরার জেমস বেইস ঘটনাস্থল থেকে বলেন, ‘আমরা যতটুকু বুঝতে পারছি তা হলো যে সিনাগগের সামনে একটি গাড়ি আনা হয়। তারপর এক বন্দুকধারী বের হয়ে এসে গুলি চালায়।’ অবৈধ ইসরাইলি বসতিটি নেভ ইয়াকুভে অবস্থিত।

বেইস বলেন, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটির আগে কোনো ‘নিরাপত্তাগত রেকর্ড’ নেই। এখন পর্যন্ত কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

পূর্ব জেরুসালেমের জেনিনে ইসরাইলের ভয়াবহ হামলার এক দিন পর এ ঘটনা ঘটেছে। ইসরাইলিরা বৃহস্পতিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে এক বয়স্ক ব্যক্তিসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করে। একটি বাড়িতে ফিলিস্তিনি যোদ্ধারা অবস্থান করছে- এমন অভিযোগ এনে ইসরাইলি সৈন্যরা সেখানে অভিযান চালিয়েছিল।

সূত্র : আল জাজিরা

%d bloggers like this: