বর্তমান লালকেল্লার শিয়রে উড়তে থাকা ‘তিরঙ্গা’ ভারতের গৌরবের প্রতীক। স্বাধীনতার আগে অর্থাৎ ১৯৪৭ সালের আগে ওই স্থানে ব্রিটিশ পতাকা উড়ত। কিন্তু আপনারা জানেন কি ব্রিটিশ পতাকা ছুড়ে ফেলে দিয়ে কে সর্বপ্রথম ওই লালকেল্লায় পতাকা উত্তোলন করেছিলেন?
তিনি হলেন মুসলিম সম্প্রদায়ের এক ব্যক্তি। তিনি আর কেউ নন- মহান স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট জননেতা, আজাদ হিন্দের মেজর ও নেতাজি সুভাষচন্দ্র বোসের নয়নমণি ‘জেনারেল শাহনেওয়াজ খান’। তিনি ছিলেন বর্তমান জনপ্রিয় বলিউড বাদশা শাহরুখ খানের নানা।
জন্ম ২৪ জানুয়ারি ১৯১৪ আর মৃত্যু ৯ ডিসেম্বর ১৯৮৩। দেশের জন্য যারা নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন, জেনারেল শাহনেওয়াজ ছিলেন তাদের অন্যতম। তিনি দারুণ বক্তৃতা দিতে পারতেন। লালকেল্লায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত `Light and sound show’ তে নেতাফজর সঙ্গে সঙ্গে শাহনেওয়াজ খানেরও বক্তৃতা শোনা যেত।
আপনার মতামত লিখুন :