স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে আজ থেকে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু হচ্ছে। আজ সোমবার সকাল নয়টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের জন্য ঘরে বসেই যেমন আবেদন করা যাবে তেমনি পরবর্তীতে আর লাইসেন্স নিতেও বিআরটিএতে যেতে হবে না গ্রাহককে।
শুধুমাত্র একবার বিআরটিএতে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ ও বায়োমেট্রিক দিলেই হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স। যেটি পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে ডাকযোগে পৌছে যাবে গ্রাহকের বাড়িতে।
এদিকে, খুলনা সার্কেলে আজ থেকে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম শুরু হলেও খুলনা বিভাগের ১০টি সার্কেলের মধ্যে গত ২ মার্চ যশোরে শুরু হয়। অন্য আটটি জেলায়ও পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিআরটিএ’র বিভাগীয় পরিচালক(ইঞ্জি: চ:দা:) মো: মাসুদ আলম।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ’র খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি:) প্রকৌশলী তানভীর আহমেদ জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল নয়টায় খুলনা সার্কেলে অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
তবে প্রার্থীদের সকাল আটটার মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে লার্নার করার সময় যেসব কাগজপত্র সংযুক্ত করা হয়েছিল তার প্রতিটির মূল কপি সাথে আনতে হবে বলেও তিনি জানিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, সংশ্লিষ্ট লার্নার ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মেডিকেল সার্টিফিকেটের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, বিদ্যুৎ, পানি বা টেলিফোন বিলের সত্যায়িত ফটোকপি এবং ড্রাইভিং লাইসেন্সের নবায়ন, শ্রেণী সংযোজন অথবা লাইসেন্সের ধরণ পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।
তিনি বলেন, একইদিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুযোগ নিতে হলে গ্রাহককে অবশ্যই আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় নির্দিষ্ট যে তারিখ দেয়া হবে সেই দিনই লার্নারে উল্লেখ করা কাগজপত্র সাথে নিয়ে বিআরটিএ অফিসে গেলেই একইদিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে। এরপর সাত কর্মদিবসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে ডাকযোগে পৌঁছে দেয়া হবে গ্রাহকের ঠিকানায়।
সে ক্ষেত্রে গ্রাহকের ঠিকানা সঠিক থাকা বাঞ্ছনীয় বলেও তিনি উল্লেখ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা এ কার্যক্রম তারই ধারাবাহিকতা বলেও তিনি উল্লেখ করেন।
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক(ইঞ্জি: চ:দা:) মো: মাসুদ আলম বলেন, একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করে ওইদিনই যদি গ্রাহক ব্যাংকে টাকা জমা দিতে পারেন তার পর থেকেই দিন গননা শুরু হবে। কিন্তু যদি ব্যাংকে টাকা জমা দিতে দেরি করা হয় সে ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তিতেও বিলম্ব হতে পারে। এসব বিষয়গুলো গ্রাহককে আগে স্পষ্ট ধারণা থাকলেই কেবল এ সুবিধা গ্রাহক পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, আমাদের খানজাহান আলী থানা প্রতিনিধি জানান, আজ সোমবার সকার ৯টায় স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনের মধ্যদিয়ে বিআরটিএ সেবা প্রতাশীদের সেবা কার্যক্রম সহজীকরণ করতে যাচ্ছে। স্মার্ট সেবার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকদের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য, হয়রানি, সময় অপচয় এবং অবৈধ লেনদেন বন্ধ হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :