খুবিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ /
খুবিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়। আজ ৭ই মার্চ (মঙ্গলবার) দিবসের শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ গিয়ে শেষ হয়। পরে উপাচার্য কালজয়ী মুজিব বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব চত্বরে প্রদীপ প্রজ্বালন।

%d bloggers like this: