আসুন কোন আঙুরের কি গুণাগুণ জেনে নিই


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ণ /
আসুন কোন আঙুরের কি গুণাগুণ জেনে নিই

কেবল আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই আঙুর দারুণ জনপ্রিয় ফল। স্বাস্থ্যকরও ভীষণ। ভালো রাখে ত্বক ও রক্তনালি। ব্যবহারও বহুবিধ। এমনি খাওয়ার পাশাপাশি ব্যবহার হয় সালাদসহ বিভিন্ন ডেজার্টে। তেমনি আঙুরে আছে বহু রকম। একেকটা একেক রং। স্বাদেও আছে ভিন্নতা। সবচেয়ে বেশি দেখা যায় সবুজ, কালো ও লাল আঙুর। জেনে নিন এ তিনের মধ্যে কোনটির কেমন পুষ্টিগুণ।

লাল আঙুর

কালো আঙুর প্রদাহ কমায়, হৃৎপিণ্ড ভালো রাখে

কালো আঙুর প্রদাহ কমায়, হৃৎপিণ্ড ভালো রাখে

দেখতে দারুণ এই আঙুরগুলো। স্বাদে মিষ্টি, সঙ্গে হালকা টক ভাব। ব্যবহার হয় জ্যাম, জেলি বানাতেও। ক্যালরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় সবুজ আঙুরের সমান। কেবল প্রোটিনের পরিমাণ একটু কম। এক কাপে গড়ে ১.১ গ্রাম। ভিটামিন সি ও ভিটামিন কে–এর ভালো উত্স। পাশাপাশি এতে থাকে রেসভেরাট্রল। এটা এক ধরনের অ্যান্টি–অক্সিডেন্ট। আছে নানা উপকার। প্রদাহ কমায়, হৃৎপিণ্ড ভালো রাখে, এমনকি বেশ কিছু ক্যানসারও দূরে রাখে।

কালো আঙুর

পুষ্টিগুণে কালো আঙুরকে খানিকটা এগিয়েই রাখতে হয়

পুষ্টিগুণে কালো আঙুরকে খানিকটা এগিয়েই রাখতে হয়

গাঢ় রঙের এই আঙুর বেশ মিষ্টি আর রসাল। ক্যালরি, প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ লাল আঙুরের সমানই। একই রকম ভাবে জোগায় ভিটামিন সি, ভিটামিন কে ও রেসভেরাট্রল। এমনি খাওয়ার পাশাপাশি ব্যবহার হয় সালাদসহ বিভিন্ন ডেজার্টে।

পুষ্টিগুণে কোনটি এগিয়ে?

তিন রঙের আঙুরই পুষ্টিগুণে প্রায় সমানে সমান

তিন রঙের আঙুরই পুষ্টিগুণে প্রায় সমানে সমান

সবুজ, কালো, লাল—তিন রঙের আঙুরই খাদ্য উপাদানে প্রায় সমানে সমান। তিনটিতেই ক্যালরি, ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ সমান। প্রোটিনের পরিমাণে সবুজ আঙুর একটু এগিয়ে। তবে শরীরের উপকার হিসেবে আবার ওটাই একটু পিছিয়ে। কারণ, তিন আঙুরই ভিটামিন সি ও ভিটামিন কে-এর জোগান দেয়। কিন্তু কালো ও লাল আঙুরে এর বাইরেও আছে তিন ধরনের পলিফেনলস। ফেনোলিক অ্যাসিড, ফ্লেভানয়েড ও রেসভেরাট্রল। এর মধ্যে বিশেষ করে রেসভেরাট্রল যে শরীরের জন্য বেশ উপকারী, তা তো আগেই বলা হয়েছে। আর সে কারণেই, পুষ্টিগুণে লাল ও কালো আঙুরকে খানিকটা এগিয়েই রাখতে হয়।

তবে ব্যবধান খুব একটা বড় নয়, যাকে বলে উনিশ-বিশ। কাজেই খাওয়ার জন্য আপনি যেকোনো আঙুরই বেছে নিতে পারেন। আপনার রুচি ও পছন্দ অনুযায়ী। কারণ, আঙুর মাত্রই উপকারী ফল।

তথ্যসূত্র: হেলথ শটস

%d bloggers like this: