ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খুলনার ডুমুরিয়ার হিসাবরক্ষণ অফিসের অডিটর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা জেলা বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০২১ সালের ১৮ মার্চ ডুমুরিয়ায় ঘুষের ১৫ হাজার টাকাসহ অডিটর আলমগীর হোসেনকে আটক করে দুদক। ওই উপজেলার বরাতিয়া গ্রামের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিত কুমার নন্দীর কাছে সাধারণ ভবিষ্য তহবিলের (জিপিএফ) টাকা হিসাবের মাধ্যমে বাড়িয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা ঘুষ নেন আলমগীর হোসেন।
অভিযোগ পাওয়ার পর দুদকের একটি দল অডিটর আলমগীর হোসেনের কার্যালয়ে গিয়ে লেনদেন করা ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে আটক করে। এ ঘটনায় মামলা করে দুদক। পরে তিনি উচ্চ আদালত থেকে মামলার অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত জামিন গ্রহণ করেন।
তিনি বলেন, ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন। ওই মামলায় আজ বৃহস্পতিবার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন :