ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ /
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের ৪ উইকেট ও ৭ বল হাতে রেখে জয় তুলে নয় টাইগাররা। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো টাইগারারা।

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, সার্বিক সহযোগিতা ও সুনিপুণ দিকনির্দেশনায় বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে সফলতা অর্জন করে চলেছে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা।

%d bloggers like this: