ইমরান হোসেন, বাগআঁচড়া প্রতিনিধিঃ যশোরের নাভরণ সাতক্ষীরা মহাসড়কের ৯ নং উলাশী ইউনিয়নের হাড়ি খালি মেইন রোডে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত।
সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে নাভারণ হাড়ি খালি কুচিমোড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে সেই সময় স্থানীয়রা প্রাইভেট কারের ভিতর থেকে ৩ জন আহত রোগী উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়৷
এসময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক আশরাফুল কে মৃত বলে ঘোষণা করে৷
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পর পরই প্রাইভেট চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আল মামুন জানান আজ সাড়ে ১১ টার সময় উলাশী হাড়ি খালি নামক স্থানে ঢাকা মেট্রো ল ১২-২২১৭প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা দিয়ে ঘটনা স্থলে একজন নিহত হয় সাথে থাকা অপর দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :