সাবা বিনোদন ডেস্কঃ
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীরের সংগীতায়োজনে একটি সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রেশমি মির্জা। মুক্তির অপেক্ষায় থাকা ‘ফুলজান’ সিনেমার ‘হাবুডুবু’ শিরোনামে গানটি প্রকাশিত হবে। গানটির কথা ও সুর করেছেন সিনেমার পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু নিজেই। বাচ্চু বলেন, ‘ছবির প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি তাই নিজেই কথা ও সুর রেডি করে এস কে সমীরের সংগীতায়োজনে এত সুন্দর একটি গানের কাজ সমাপ্ত করেছি।
বর্তমান প্রজন্মের সংগীত পরিচালক হিসেবে এস কে সমীর ভাইয়ের সুনাম ও তার সংগীত আয়োজনের বিষয়ে দর্শক শ্রোতারা আগে থেকেই অবগত আছেন। আশা করছি তার সংগীত আয়োজন এবারও দর্শক শ্রোতারা উপভোগ করবেন। এর মধ্যে আইটেম গানটির শুটিংও সমাপ্ত হয়েছে। আশা করছি আমার ছবির দর্শকদের জন্য এই আইটেম গানটি একটি অন্যরকম সৃষ্টি, গানটি দর্শক শ্রোতাদের বিনোদনের নতুন মাত্রা যোগাবে।’
কণ্ঠশিল্পী রেশমি মির্জা বলেন, ‘চলচ্চিত্রের আইটেম গান গাইলাম এটাই প্রথম। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্টেজ শো এর পাশাপাশি আমার অনেকগুলো মৌলিক গানের মিউজিক ভিডিও এর আগে দেশের বিভিন্ন অডিও লেভেল থেকে প্রকাশিত হয়েছে। সংগীতপরিচালক এস কে সমীর ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ যদিও আমরা একই এলাকার মানুষ কিন্তু এর আগে কখনো আমাদের একসাথে কাজ করার সুযোগ হয়নি। সমীর ভাইয়ের অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে আমি মনে করি চলচ্চিত্রের আইটেম গান হিসাবে এই গানটি শ্রোতাদের মন জয় করবে।’
সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘এই ছবিটির ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। ছবিটিতে আরও কয়েকটি গান আছে যেগুলো অন্যান্য সংগীত পরিচালকগণ করেছেন। পরবর্তীতে ছবির প্রয়োজনে আইটেম সং এর সিদ্ধান্ত যখন পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু ভাই নিলেন তখন আমার সঙ্গে আলোচনা করলেন এবং আমিও গানটির কাজ করতে সম্মতি প্রকাশ করলাম।’
তিনি বলেন, ‘আসলে ফিল্মের গানের কাজ এর আগেও আমি করেছি কিন্তু আইটেম সং এর কাজ এটা আমার প্রথম। এই ধরনের গানের কাজ এর আগে অন্যান্য অ্যালবামের জন্য আমার করার অভিজ্ঞতা ছিল। যে কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে এই গানটির কাজ করবার জন্য। গানটির সাইড ভয়েস ও আমি দিয়েছি।’
বর্তমানে গানের অ্যালবামের পাশাপাশি ফিল্মের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এস কে সমীর।
আপনার মতামত লিখুন :