স্ত্রীর আকুতি মিনতী নিখোঁজ মহাকাশ বিজ্ঞানী ফজলুল হককে ফিরিয়ে দিন


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ /
স্ত্রীর আকুতি মিনতী নিখোঁজ মহাকাশ বিজ্ঞানী ফজলুল হককে ফিরিয়ে দিন

মোহাম্মদপুরের বাইতুল হারাম মসজিদ এলাকা থেকে গত ১৩ মার্চ রাতে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাধারী কতিপয় ব্যক্তি সাবেক সরকারি কর্মকর্তা ও মহাকাশ বিজ্ঞানী ফজলুল হককে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার পর এখনো কোনো সন্ধান পাচ্ছে না তার পরিবার। এতে পরিবারের পক্ষে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে তার স্বামীর সন্ধান ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী মাকসুদা বেগম।

গণমাধ্যমে বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে মাকসুদা বেগম বলেন, তার স্বামী একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বয়স্ক ব্যক্তি। তার বয়স এখন প্রায় ৭০। তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। তিনি রাষ্ট্রদ্রোহী বা বেআইনী কোনো কাজে অতীতে কখনো জড়িত ছিলেন না, এখনো নেই।

উপরন্তু তিনি বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত ১৩ মার্চ মোহাম্মদপুরের বায়তুল হারাম মসজিদ এলাকা থেকে কোনো প্রকার কারণ ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান মিলছে না।

স্থানীয় থানা ও ডিবি অফিসসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও কেউই তাকে আটক করার কথা কথা স্বীকার করছেন না। তাই তিনি সন্তান-সন্ততিসহ পরিবারের সদস্যদের নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন।

এ অবস্থায় মাকসুদা বেগম একান্ত মানবিক কারণে অনতিবিলম্বে নিখোঁজ ফজলুল হকের সন্ধান এবং নিঃশর্ত মুক্তির আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ প্রশাসনের সকল স্তরের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেছেন।

%d bloggers like this: