আইফোনে মুছে ফেলা বার্তা ফিরে পেতে যা করবেন


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ /
আইফোনে মুছে ফেলা বার্তা ফিরে পেতে যা করবেন

জমতে থাকা অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার সময় ভুলে প্রয়োজনীয় বার্তাও মুছে ফেলেন অনেকেই। এই নিয়ে তৈরি হয় জটিলতা। তবে আইফোনে কিন্তু চাইলেই মুছে ফেলা বার্তা উদ্ধার করা সম্ভব। আইওএস ১৬ অপারেটিং সিস্টেম চলা আইফোনে এ সুবিধা পাবেন।

বার্তা ফিরে পেতে প্রথমে আইফোনের মেসেজ অ্যাপের বাম পাশে থাকা এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর শো রিসেন্টলি ডিলিটেড অপশন বাছাই করলে মুছে ফেলা বার্তাগুলো দেখা যাবে। যে বার্তা উদ্ধার করতে চাইছেন সেটি নির্বাচন করে রিকভার বাটনে ক্লিক করতে হবে। এবার রিকভার মেসেজে ট্যাপ করে ডান অপশনে ক্লিক করলেই মুছে ফেলা মেসেজ ইনবক্সে চলে আসবে।

রিসেন্টলি ডিলিটেড অপশন কাজে লাগিয়ে সর্বোচ্চ ৪০ দিন আগের মুছে ফেলা বার্তা পাওয়া যাবে। তবে মেসেজ ফিল্টারিং সুবিধা এবং আইওএস হালনাগাদ করলে চালু থাকলেও আগের মুছে ফেলা কোনো বার্তা উদ্ধার করা যাবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

%d bloggers like this: