শার্শা সীমান্তে ৮কেজি গাঁজা উদ্ধার 


shohel rana প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১:১৮ অপরাহ্ণ /
শার্শা সীমান্তে ৮কেজি গাঁজা উদ্ধার 

সোহেল রানাঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা জব্দ করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে এই মাদকের চালানটি জব্দ করা হয়।এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি পুলিশ।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খান শাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে সীমান্তবর্তী রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪টি পুটলায় রক্ষিত ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

ওই সময় চিহ্নিত মাদক বিক্রেতা আলামিন পালিয়ে যায়। এ সংক্রান্তে মাদক আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজা শার্শা থানায় জমা করা হয়েছে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম উদ্ধারকৃত মাদকের বিষয়টি নিশ্চিত করেছেন।

%d bloggers like this: